বিজয় আসেনি- চুপিসারে
লোকচক্ষু এড়িয়ে,
বিজয় এসেছে- সগৌরবে
রক্তনদী পেরিয়ে!
বিজয় আসেনি- হঠাৎ করে
উল্কার কোন গতিতে,
বিজয় এসেছে- চড়া মূল্যে
দাম দিয়েছি অতীতে!
বিজয় আসেনি- বৈঠকে বসে
ঠান্ডা মাথার চুক্তিতে,
বিজয় এসেছে- বন্দী জাতির
শিকলভাঙ্গার যুক্তিতে!
বিজয় আসেনি- এই বাঙালির
শুধু মুখের বড়াই-এ,
বিজয় এসেছে- কোটি জনতার
কঠিন কঠোর লড়াই-এ!
-------------------------------
১৬ ডিসেম্বর ২০২৪, লালমনিরহাট
https://www.facebook.com/photo/?fbid=3391380347659205&set=a.200815450049060