বিজয় আসেনি- চুপিসারে
লোকচক্ষু এড়িয়ে
বিজয় এসেছে- সগৌরবে
রক্তনদী পেরিয়ে!

বিজয় আসেনি- হঠাৎ করে
উল্কার কোন গতিতে
বিজয় এসেছে- চড়া মূল্যে
দাম দিয়েছি অতীতে!

বিজয় আসেনি- বৈঠকে বসে
ঠান্ডা মাথার চুক্তিতে
বিজয় এসেছে- বন্দী জাতির
শিকলভাঙ্গা যুক্তিতে!

এই বাঙালির বিজয় আসেনি-
শুধুই মুখের বড়াই-এ
বিজয় এসেছে মুক্তি সেনার
কঠিন কঠোর লড়াই-এ!