আজ যাকে এই দুই হাতে গোরে নামিয়ে দিলাম
একচল্লিশ বছর আগলে রেখেছিল সে
তার উষ্ণ ভালোবাসা মমতায়
পাশে থেকেছে আমার সমস্ত ভালো মন্দে!

বাউন্ডেলে ছন্নছাড়া একটা অমানুষকে বেঁধেছিল-
সংসারের নিবিড় মায়ায় তার সবটুকু দিয়ে
অথচ সব বাঁধন আলগা করে আজ সে
নিজেই চলে গেল না ফেরার দেশে।

কতবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে
সে আমায় কতবার! বলতে গেলে দু দুবার
কোমা থেকে ফিরিয়েছে
অথচ তাকে ফেরানো গেল না আজ-
সমস্ত শক্তি দিয়েও ফেরাতে পারলাম না।

তাকে কবরে শুইয়ে দিতে দিতে ইচ্ছা করছিল-
নিজেও শুয়ে পড়ি তার পাশে কিন্তু...
সেই ইচ্ছা আমার ইচ্ছাই থেকে গেল।