কী আর বলি পরের কথা
এই যে আমি খোদ-
বাক্সে তুলে রাখি আমার
সকল বিবেকবোধ।
চারপাশে জন, বন্ধু-স্বজন নাই
স্বার্থটাকে আঁকড়ে ধরে
দুর্নীতিকেই নীতি করে-
ইচ্ছে মতো- জীবনতরী বাই।
ইতর ইতর মনের ভিতর
রাখি হিংসা ক্রোধ।।
সবার চোখে আগুন দেখি আজ
ঘর পোড়াতে অন্য কারো
হয় প্রতিদিন বন্য আরো
সভ্যতাকেই- নিত্য করে ভাজ।
আলোর নীচে কালো খোঁজে
ভালোর করে রোধ।।