হাল বুঝে ফাল দিও
তাল বুঝে তালি
ঝাল বুঝে গাল দিও
কাল বুঝে কালি!

ভুল করে পস্তানো
মোটে ভালো নয়
প্রতিকাজে রেখো সেটা
বিবেচনাময়।