ভাবনা হলে পাবনা যেও... টাকা থাকলে ঢাকা
সিলেট গেলে ঠিকানা নাও,আছে আমার কাকা
কক্সবাজারে পারো যেতে
ভেজালবিহীন বায়ূ পেতে
ইচ্ছে হলে চট্রগ্রামেও...  যাবে কদিন থাকা।

রংপুরে যাও রঙ মাখাতে  শরীর এবং মনে
অতি দুঃখে যেতে পারো চাইলে সুন্দরবনে
কাঁচাগোল্লা, আম খেতে চাও
নাটোর হয়ে রাজশাহী যাও
কুমিল্লা আর নোয়াখালীর রাস্তা আঁকাবাঁকা।

ময়মনসিংহ মন্ডামিঠাই, টাংগাইলে চমচম
বগুড়ার দই সবার সেরা, খেলে পাবে দম
সিরাজগঞ্জ আর জামালপুর
মাঝে... যমুনা নদীর দূর
এপার থেকে ওপার যেতে মনটা মেলে পাখা।

বরিশালের আমড়া ভালো  দিনাজপুরের লিচু
খুলনা গেলে দেখার মতো পাবে অনেক কিছু
ঠাকুরগাঁও আর পঞ্চগড়ে
আদর পাবে ঘরে ঘরে
মাদারীপুর নামেই যেন মায়ের আদর মাখা।

সুনামগঞ্জের সুনাম অনেক বিজ্ঞজনে বলে
সেনমার্টিন যাবে যদি নৌকা ভাসাও জলে
যশোর হয়ে খুলনা যাবে-
সাতক্ষীরাটা কাছেই পাবে
বন-বনানীর শীতল ছায়া, ঘুঘু শালিক ডাকা।

কুড়িগ্রামের কুড়িটি গ্রাম... গুণতে যদি চাও
লালমনিরহাট জেলা ঘেষে সড়ক পথে যাও
বরগুনা আর পটুয়াখালী,
ম্যাপটা দেখো জোড়াতালি
ভোলা জেলার দ্বীপগুলো যে ছবির মত আঁকা!

চাইলে তুমি যেতে পারো শ্রীপুর, নেত্রকোনা
কিংবা গিয়ে সোনারগাঁয়ে খুঁজতে পারো সোনা
যেতে পারো চুয়াডাঙ্গা
চাঁদপুরটা নদী ভাঙ্গা
খাগড়াছড়ি শহর যেনো... টিলার উপর রাখা!


========================
লালমনির কাগজ ১৯/০২/২০২৩ ইং তারিখে প্রকাশিত।