ছোটকার বড়ো ছেলে
ভোম্বল দাশ-
তিন বারে করেছিল
মেট্রিক পাশ।
চাকুরী না পেয়ে শেষে
করে হাল চাষ-
ধানও নয় পাটও নয়
বুনেছিল ঘাস।
ঘাস বেচে কিনেছিল-
ক’ ডজন হাঁস-
সেই হাঁস ডিম পাড়ে
গোটা বারো মাস।
ডিম বেচে ভোম্বল
জমি-জমা কিনে-
বাড়ি গাড়ি সব হয়
তার দিনে দিনে।
এখন সে মাঝে মাঝে
ট্যুর করে চীনে-
সামাজিক কোন কাজ
হয় না সে বিনে।।