দুই মোরগে তা দিচ্ছে রে
একটা হাঁসের আন্ডা-
ভাদর মাসে ভোঁদড়ে কয়
পুকুরের জল ঠান্ডা!
সিংহ এখন নামতা শেখে
গোরুর হাতে ডান্ডা-
হাতির পিঠে ছাতি মাথায়
নাচছে চীনা-পান্ডা!
সময়চাকা- থমকে দিতে
ছুটছে বাঁদর মান্ডা-
ঘোড়ার আগে চলছে গাধা
হাতে বিজয়ঝান্ডা!
২৩ জানুয়ারী ২০২৪, লালমনিরহাট।