কার কথা বলবো? কে আছে সংগী আমার?
রসুনের কোয়াগুলো আলগা হয়ে যে যার-
আপন সত্ত্বায় বিকশিত আজ তারা সবে
ভাবছে না কেউ এইদিন তাদেরও যে হবে!
তারাও তো নিঃসঙ্গ হবে ঠিক আমার মত
তখন তো বুঝবে এ বুকের শূন্যতা- কত
দেখে যেতে পারবোনা, তবু ইচ্ছারা হাসে
ভবিতব্য সপ্নের ডানা মেলে- হুটহাট আসে।