এরটা কেড়ে- ওরটা মেরে
চলছিল এক ছিচকে-
রাজনীতিতে পদ পেয়ে সে
ভাবছে সেরা নিজকে?
তুচ্ছ মনে করছে এখন
জ্ঞানী-গুণী জনকে
যেমন খুশি করছে বেহাত
গণতন্ত্রের ধনকে!
ভাবছে জীবন একই হালে
চিরটা কাল চলবে
ধর্মের কল- বাতাসে নড়ে
কে ওনাকে বলবে?
অতীত থেকে নিতে হবে
ভবিষ্যতের শিক্ষা
তা না হলে পদ হারালে
করতে হবে ভিক্ষা!