ভবিষ্যৎ
কোথায় পথ, ভাবি-
কোন গলিতে কোন রাস্তায় যাবি?
ক্যামন করে-
আলোর দিশা পাবি?
দেখি মা তোর আঁচলখানা-
কোথায় বাঁধা-
আছে সোনার চাবি?
মধ্যদুপুর
বিবাগী সুর, সাঁঝ-
সোনার চাবি ছিনিয়ে নি’ছে বাজ!
কামার এখন-
করছে সেটা ভাজ!
বৈধ হতে গীবত গেয়ে-
গুজব বিলি-
করছে কেহ আজ!