অভাব করে স্বভাব নষ্ট
জানে সারাগাঁও
ভাতার গেছে অচিনদেশে
কচু-ঘেচু খাও!
কচুও নাই ঘেচুও নাই
করবে এখন কী?
কপাল ঠুঁকে বলতে পারো-
ছি রে বিধি! ছি!
বিধি কি গো বিনা লাভে
ভরে দিবেন থাল?
আসে না সে ভাঙ্গা ঘরে
যতই পারো গাল!
মন্দ পাড়ায় ছন্দ তুলে-
নাচেন তিনি রোজ
জাতের মুখে কালি দিলে
পাবে ভাতের খোঁজ!