আমার ভাষা ‘বাংলাভাষা’
রক্ত দিয়ে কেনা-
ভাষা জন্য শহিদ যাঁরা
সবার থাকুক চেনা!

ফুল দিয়ে নয় শ্রদ্ধা কেবল
আসুন দুহাত তুলে
তাঁদের তরে দোয়া করি
মনের দুয়ার খুলে!

হে আল্লাহ্! দয়ার সাগর
রহিম- রহমান
ভাষা-শহিদ সকলেরে
বেহেস্ত্ করুন দান।