আমার প্রিয় বাংলাভাষায়
পাই যে মায়ের গন্ধ
বলতে এবং লিখতে তারে
আহা কী আনন্দ
কোথায় পাবে এমন ভাষা
কথায় কথায় ছন্দ!
জিন্নাহ সাহেব হঠাৎ বলেন
বাংলা বলা বন্ধ
উর্দু হবে- রাষ্ট্রভাষা
শুনে খেলাম ধন্ধ!
রাষ্ট্র জুড়ে বাংলাভাষী
মেলায় তারা কন্ধ!
“রাষ্ট্রভাষা বাংলা চাই”
শহিদ হল আমার ভাই
মিটলো শেষে দ্বন্দ্ব
ভাষা নিয়ে পাশা খেলা
তখন হলো বন্ধ।।
(সংক্ষেপিত)