মুছে ফেল একাত্তর
অতীতের ইতিহাস
বায়ান্ন ভেঙ্গে ফেল
ইচ্ছেটা যদি খাস
বদলে দে পতাকাটা
তোরা তো এই চাস।

মতিঝিল হয়ে যাক
শহিদীর চত্তর-
উপড়ে দে বাঙালির
যত গোড়াপত্তর
পুড়ে ফেল- বইখাতা
ঐ সব তথ্যর!

মূল্যবোধের আজ
কী আছে দামটা
সরকারী স্থাপনার-
বদলে দে নামটা
দেখুক এই দুনিয়া
বাহাদুরী কামটা।

মুজিবের নামে তো
স্যাটালাইট আছে এক
নামাতে পারিস কিনা
চেষ্টাটা করে দেখ
তারপর ঐটাতে-
যা খুশি তাই লেখ।

(সংক্ষেপিত)