আমি- হবো ভালো ছেলে
এই সমাজের বুকে
মন্দ কাজের গন্ধ যতো
দেবোই দেবো রুখে।
সত্য ন্যায়ের আলো জ্বেলে
আঁধার দেবো দূরে ঠেলে!
তাদের সহায় হবো যারা-
মরছে ধুকে ধুকে।
মলিন মুখে পথের ধারে
থাকছে যারা অনাহারে
স্বজন হয়ে আমি- তাদের
অন্ন দেবো মুখে।
ভেদাভেদের দেয়াল যত
ভাঙবো আমি অবিরত
ছোট-বড়ো মিলেমিশে
রইবো সুখে দুখে।