ভালোবাসি মাকে-
দুঃখ-সুখে তিনি আমায়
বুকে আগলে রাখে!

আমার যত কষ্ট-জ্বালা
সব করে নেন গলার মালা
আমায় জন্য সারাটা ক্ষণ
সুখের ছবি আঁকে!

ভালোবাসি মাকে-
এই দুনিয়ায় আমি প্রথম
দেখেছিলাম তাঁকে।

জন্ম থেকে মাকে চিনি
তাঁর তুলনা কেবল তিনি
কড়ারোদে দাঁড়িয়ে আমায়
আঁচল দিয়ে ঢাকে।