ভালোবাসা আলোয় ভাসা,
নয়তো ফাঁসা জালে-
তবু তো প্রেম বাঁধে বাসা-
নিত্য- কালে কালে!
সেই যে কবে আমার হবে
দিয়েছিলে কথা
তখন থেকে হারিয়ে গেছে
আমার স্বাধীনতা!
হাজার বছর আছি- ফেঁসে
কেবল তোমার চালে!
তুমি থাকো পাতায় পাতায়
আমি যখন ডালে!
যতোই চাই ভুলি তোমায়
ভুলতে পারি না যে!
হৃদয়ে সুর বাজে বিধুর
সকাল দুপুর সাঁঝে!!