আবুল মিয়ার বড় ছেলে
বিরাট বড় উকিল;
চেম্বারে তার মক্কেল এলে
পিঠে লাগান দু’কিল।
তারপরে কন- শান্ত স্বরে-
‘কি ঘটেছে বল!
বাদ দিবি না কোন কিছুই
ঢালবি অনর্গল।
ন্যায়-অন্যায় ছোট্ট হলেও
রাখবিনা তা চেপে-
দেখছি আমি মামলা শেষে
কি রায় হবে মেপে!
টাকা-পয়সা মূখ্য তো নয়
মূখ্য হলো জেতা,
আমার কাছে সবাই সমান
জনগণ আর নেতা।
ন্যায় বিচার পাইয়ে দিতে
করবো পরিশ্রম-
পারিশ্রমিক হোক না তাতে
বেশি কিংবা কম!
জীবন শেষে আমার জন্য
থাকবে পুরষ্কার-
ভালো করলে ভালোই পাবো
মন্দে খাবো মার।’