হচ্ছে না আর ভাল থাকা
যতই করি চেষ্টা,
চতুর দিকে যাচ্ছে কেঁচে
ভাল থাকার কেসটা,
কই যাচ্ছে দেশটা?
যাচ্ছে বখে যুব সমাজ
যারা দেশের শক্তি
ক্রমে ক্রমে বাড়ছে তাদের
মাদকের আসক্তি!
কমছে শ্রদ্ধা-ভক্তি!
সিন্ডিকেটের বাজার দখল
হর-হামেশা নিত্য
কাড়ি কাড়ি আছে যাদের
বাড়ছে তাদের বিত্ত
গরীব শুকায় চিত্ত!
প্রশাসনের নাকের ডগায়
চলছে অসৎ কর্ম
চক্ষু বুজে থাকছে তারা-
মানছে নাতো ধর্ম,
এই হচ্ছে মর্ম!