ভালোবাসা লিখতে গিয়ে
ভালো বাসা লিখি
একটুখানি গ্যাপ থাকাতে
অনেক কিছু শিখি।
ভালোবাসা চান না উনি
ভালো বাসা চান
শখ হয়েছে বাথ-টবেতে
করবে শুয়ে স্নান।
ভালোবাসা রেখে এখন
ভালো বাসা খুঁজি
প্রেম মানেও এখন আমি
ড্রয়িং ডাইনিং বুঝি।
দক্ষিনমূখো বারান্দা চাই
থাকবে কিচেন সাথ
তিন তিনটি বেডরুম চাই
সংগে এটাস বাথ।
রুমে রুমে থাকবে এসির
ঠান্ডা-গরম হাওয়া
ভালো বাসার গ্যাপ পূরণে
খাচ্ছি কেবল ধাওয়া।।