আহা কার! হাহাকার শুনি-
দেশে আছে কত জ্ঞানিগুণী
তার চেয়ে কম কিসে উনি?

হাতে নিয়ে একখানা থাল
বিছিয়েছি স্বপ্নের জাল-
কেটে যাবে অমানিশা কাল!

বেড়ে গেলো দূরদশা আরো
নীতি হলো- মরাটাকে মারো
ঘটি-বাটি সব কিছু কাড়ো।

রুধিরের সাথে- ঝরে ঘাম
দিন-মজুর! যেটুক ইনকাম
তারও বেশি খাবারের দাম!

কী করে ‘খেয়ে-পরে’ বাঁচি
অভাবের সাথে রোজ নাচি
বলে না কেউ ‘ভালো আছি।’