আমি ভালো না তুই ভালো
বকুল পারুল জুঁই ভালো
ফালের চেয়ে তো_
সুঁই ভালো।

ও ভালো না_ সে ভালো
বল তো দেখি কে ভালো
শাকের মাঝে তো_
পুঁই ভালো।

দৌঁড়ে এলেন রংপুরী
সভায় বলেন- "ধুত্তরি
সগার মাঝৎ তো_
মুই ভালো!"