দিশা নাই রোজ তাই
বিদিশায় ছুটি
সকালের নাস্তায়-
দুই পোড়া রুটি।

দুপুরে উপোস করি
রাতে ডাল-ভাত
যাচ্ছে ভালোই দিন
বলি-  নির্ঘাত।

দিনে দিনে তবু ঋণে
যাচ্ছি তো ডুবে
ওঠে না আঁধার কেটে
সূর্যটা পূবে।।

তবু কেউ বললেই
-কেমন আছো দাদা
বলি-'বেশ ভাল আছি'
ঠোঁটে গৎবাধা!