হুশ নেই তো ক’দিন বাঁচি
চিন্তা ঝেড়ে- ধিন-তা নাচি!
এইতো রে বেশ ভাল আছি-
আট্ রেখেছি নিজের কাছি!
পাপ-পূণ্যের হিসাব খুঁজে-
চর্বি জমায় কেউ কি কুঁজে?
যার প্রয়োজন- অঙ্ক বুঝে-
ভরছে উদোর রক্ত-পুঁজে!
কেউ কি যাবে নিজে সেধে
আসবে সমন- নিবে বেঁধে
স্বজনরা সব একটু কেঁদে
আবার খানা খাবেই রেঁধে!
চলবে সময় চলছে যেমন
ঘড়ির কাটার হাঁটা তেমন!