ওঠো ওঠো খোকন সোনা
আযান হলো ওই
নামাজ আদায় করে শেষে
পড়তে বসো বই।

পড়ালেখা শিখলে তবেই
বড় মানুষ হবে
দেশ-বিদেশে তোমার কথা
সবার মুখে রবে।

অন্ধকারে ছড়িয়ে দিবে
সত্যন্যায়ের আলো
ধন্য ধন্য করবে লোকে
বাসবে সবে ভালো।