বাজারের এই গরম ভাঁপে
আছি রে ভাই ভীষণ চাপে
অর্ধাহারে- অনাহারে
যাচ্ছে কেটে দিন!
ধনসম্পদ নেই যে বাবার
নুন আনতে পান্তা সাবার
উদয়-অস্ত খাটছি তবু
বাড়ছে কেবল ঋণ!
কাটছে সময় হা-হুতাশে
আপনজনও পাই না পাশে
দুঃসময়ের বাইছি তরী
সঙ্গী-সাথি হীন!
দু’চোখে নাই আশার আলো
বলছি মুখে- আছি ভালো!
জীবন পাতায় পাইনা খুঁজে
ভালোর কোন চিন্!
প্রকাশ : সময়ের ছড়া, দৈনিক আমাদের সময়
তারিখ : ০৯.১২.২০২২, ঢাকা
লিঙ্ক : https://epaper.dainikamadershomoy.com/2022/12/09/page-08