আমার ভাষা বাংলাভাষা
যার তুলনা নাই
রাষ্ট্রভাষার দাবি করে-
শহীদ হলেন ভাই
বুকের মাঝে গাঁথা স্মৃতি
ক্যামনে ভুলে যাই!

ফেব্রুয়ারি মাসটা এলে-
ভীষণ পড়ে মনে
শহীদ ভায়ের রক্ত মেখে
পলাশ ফোটে বনে
ভাই হারানো ব্যথা আমি
নতুন করে পাই!

বাংলা ভাষার জন্য যাঁরা
বিলিয়ে গেছে প্রাণ
তাঁদের তরে দু’হাত তুলে
বলছি খোদার শান-
জান্নাতুল অই ফেরদৌসেতে
তাঁদেরকে দিন ঠাঁই।।