মুজিব ছড়া- স্বাধীনতা-
যায়না ভাবা ওমন কথা।
নায়ক তিনি
গায়ক তিনি
তিনি রূপকার
তাই বাঙালি জাতির পিতা
আমার অহংকার।।
বাঙালিদের ভালোবেসে
দুঃসময়ে দাঁড়ান এসে-
তিনি দাতা
তিনি ত্রাতা
তিনি মুক্ত দ্বার
তাই বাঙালি জাতির পিতা
দেশের অহংকার।।
জেল জুলুমের করেননি ভয়
চেয়ে ছিলেন বাংলার জয়
তিনি আলো
তিনি ভালো
তিনি দেননি ছাড়
তাই বাঙালি জাতির পিতা
বিশ্বের অহংকার।