বালিশ নিয়ে নালিশ করে
পাইনি কোন ফল-
দুর্নীতিটা আগের মতোই
চলছে অবিকল!
খামে ভরে চামে উধাও
বেগমপাড়ায় ঘর
যাদের ঘামে পকেট ভরে
তাদের চোখেই ডর!
আমজনতা আমের আঁটি
নয় তো দুধের শর
ঝড়-ঝাপটা সইবে তারা
সারাজীবন ভর।
ঘোড়া ডিঙে ওরা খাবে
সারা মাঠের ঘাস
আমরা যারা ভুখা-নাঙা
ফেলবো দীর্ঘশ্বাস।।
বিঃদ্রঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (কেপিআই)। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিগত সরকার বালিশ কিনেছে। প্রতিটি বালিশ কেনা হয়েছে ৫ হাজার ৯৫৭ টাকা করে, ফ্ল্যাটে ওঠাতে খরচ দেখানো হয়েছে প্রতিটি মাত্র ৭৬০ টাকা।
ছড়া : ২১ ডিসেম্বর ২০২১, লালমনিরহাট।
https://www.facebook.com/photo?fbid=3403196609810912&set=a.200815450049060