অকাল কুষ্মন্ড
‘অকাল কুষ্মান্ড’ মানে
অপদার্থ জন
খায়-দায় ঘুম যায়
কাজে ঠনঠন!
কিন্তু চাপায় থাকে
সর্বদা জোর
গপ শুনে মনে হবে
ক্ষমতা কি ওর!
============
অজগর বৃত্তি
‘অজগর বৃত্তি’- মানে
আলসেমি করা
খুব ধীরে ধীরে হয়
যার নড়াচড়া!
সময়ের কাজ তার
হয়না সময়ে-
দুখে দুখে জীবনের
কাল যায় বয়ে!
============
অষ্টকপাল
‘অষ্টকপাল’ মানে হল
হতভাগ্য জন-
শ্রম ও সাধনা যার
বৃথা প্রতিক্ষণ!
সকলের ভাগ্যে যা
সহজেই জোটে
কষারত করেও সে
পায়না তা মোটে!