বাঙালি আর বাঙালি নেই
শঙ্কর জাতি আজ
স্যুট-কোর্ট আর টাই ঝুলিয়ে
দেখায় বাঁদর নাচ
ভুলে আপন কাজ!

বাঙালি আর বাঙালি নেই
কই শিকড়ের টান
কাঁই ক্যুঁই আর ঘাঁই ঘ্যুঁই করে
গাইছে অন্যের গান
ভুলে নিজের মান!

বাঙালি আর বাঙালি নেই
বাজায় ভায়োলিন-
ঢোল তবলা কাঁসর ডুগির
শেষ হয়েছে দিন
জাতিস্বত্তায় ক্ষীণ!

বাঙালি আর বাঙালি নেই
চেতনায় আধমরা
ফাল্গুন আর বৈশাখ এলে
সামান্য বেশ ধরা
পরদিনই ভুল করা!