বাদল দুপুর
জলের নুপুর
ঝমঝমাঝম বাজে
ছাতা মাথায়
পথিকরা যায়
আপন আপন কাজে।

কেমন করে
আমিই ঘরে
বন্দী হয়ে থাকি
কতো জলে
গ্রামটা তলে
দেখার রলো বাকি।

কিছুতে তা
বোঝে না মা
উপায় করি কি যে
ঘরে বন্দী
,অরূপ নন্দী
বৃষ্টিতে মন ভিজে।।