চোর শোনে না- ধর্মবচন
কর্ম যে তার চুরি;
সৎ উপদেশ দিলে বলে-
“ধুৎত্তুরি! ধুৎত্তুরি!
চুরি কী আর একলা করি?
আল্লাহ্ থাকেন সাথে;
তা না হলে রোজ-ই ধরা
খেতাম লোকের হাতে।
হাজীর পাশে যেমন তিনি
পাঁজির পাশেও তাই
তিনি ছাড়া এই দুনিয়ায়-
বাঁচার উপায় নাই!”