টিং টিং টিং
বাবুনের বাঘার আছে
দুইখানা শিং!
মাঠে চড়ে বারোমাস
খায় লতা পাতা ঘাস
সন্ধ্যায় বাড়ি ফিরে-
পেট ঢিং ঢিং!
বাবুনের বাঘাটার
রাগ নাই মোটে
ঘুম থেকে প্রতিদিন
ভোর রাতে ওঠে
মা তাকে বেঁধে রাখে
ম্যা-ম্যা- তাই ডাকে
ছাড়া পেলে তক্ষুনি-
নাচে ত্রিং ব্রিং!