কিচির-মিচির বাবুইপাখি
সাত-সকালে ডাকাডাকি
একটু সবুর কর-
তালেরগাছে দুদোল দোলে
ছোট্ট সুখের ঘর!
সুখের ঘরে দুইটি ছানা
আজ আকাশে মেলবে ডানা
ঘুমোয়নি রাতভর-
যেই ফুটেছে ভোরের আলো
সইছে না আর তর!
মা বললেন-“থামরে তোরা
এটাই তোদের প্রথম ওড়া
পাস না যেন ডর-
সাহস করে পাখা মেলে
হাওয়ায় দিবি ভর!”