বড় ভাই! দোয়া চাই!
ভুলচুক মাফ!
বল ছাড়া- দল করি
মনে বড় তাপ!

তার উপর খোঁচাখুঁচি
ডানে বায়ে চাপ,
দু'দিনের নেতা-খেতা
করে লাফঝাপ।

কেঁচো থাকে কেঁচো-ই
হয় না সে সাপ!
ছেলে রাজা হলেও তো
বাপ থাকে বাপ।।

# ২০ অক্টোবর ২০২১, লালমনিরহাট।