আয় দেখে যা- বনেরপাখি
ময়না শালিক টিয়ে-
দুধমাখা ভাত খাচ্ছে খোকা
তালমিশরি দিয়ে।
খোকার সাথে আয় কে খাবি
তিনটা ভাগের- একটা পাবি!
কাঠ-বিড়ালির ছানারা যে-
একটা যাবে নিয়ে।
জলদি করে আয় দেখে যা
ময়না শালিক টিয়ে
দুধমাখা ভাত খাচ্ছে সোনা
তালমিশরি দিয়ে।