অতিথি সদাই পুজনীয়
অতিথি নারায়ণ
অতিথি সে হোক না পাখি
করবো মূল্যায়ন!

আমার ভুঁইয়ে-
আমার দেশে-
থাকুক না সে
নিজের বেশে!

সবে মিলে রাখবো খেয়াল
তারে অনুক্ষণ
কেউ যেন না হরণ করে-
অতিথির জীবন!