পাচ্ছেন- খাচ্ছেন খান-
খেয়ে খেয়ে-
ধেয়ে বেড়ে যান!
বেড়ে বেড়ে সব ছেড়ে-
ছু্ঁয়ে দিন ঐ আসমান!

একদিন- থামবেন জানি,
ধরাতেও নামবেন মানি,
যেই দিন-
থেমে যাবে গান!
থাকবেনা উপরের টান
জুটবে-ই শুধু অপমান!

হাসছেন? ভাবছেন ফান?
ইতিহাসে একটু তাকান-
অতি বাড়ে-
গেছে কতো প্রাণ!
এই সব নিয়তিরই দান!

তাই বলি-
পাচ্ছেন- খাচ্ছেন খান।।

# ৪ নভেম্বর ২০২১, লালমনিরহাট।