ওঠো খোকা ওঠো!
বইটা হাতে ছোটো-
জ্ঞানের আহরণে!
লক্ষ্যে যদি পৌঁছতে চাও
রেখো সেটা মনে।
হলো সকাল, ডাকছে পাখি
তোমার কেন বন্ধ আঁখি?
আর থেকোনা- অলস হয়ে
এমন শুভক্ষণে!
করলে ভালো লেখাপড়া
যশ ও খ্যাতি দেবে ধরা।
জ্ঞানের কোন বিকল্প নাই
জীবনপথের রণে!