পরের খবর ঘরে এনে-
দিচ্ছো কেন বারিন্দা
ভাল্লাগে না ঘ্যানোর ঘ্যানোর
বেসুরো এই সারিন্দা!

যা আছে তা নিয়ে থাকো
পরের দেখে কেন মাখো?
তা না হলে যেতে পারো-
বাপের বাড়ি নারিন্দা!