তুমি যেমন পারো রে ভাই
আমি তেমন পারি না
নিজের পকেট ভরতে আমি
কারো বেসাত কাড়ি না।
ন্যায়ের পথে হাঁপাই যত
সত্য তবু ছাড়ি না;
মিথ্যার ধার ধারি না।
তোমার মত খুব সহজে
অতীত আমি ভুলি না
যখন-তখন চোখ উল্টিয়ে
স্বার্থের ব্যাগ খুলি না।
কাউকে ছোট করতে আমি
গীবত কানে তুলি না;
ব্যাঙের মত ফুলি না।
=================================
প্রকাশ : ১৫ জুন ২০২৪, রূপান্তর প্রতিদিন,যশোর, বাংলাদেশ।
https://www.erupantorprotidin.com/paper/2024/06/15/1