বন্দী ঘরের খাঁচায় বসে
নেই তো ভালো মন
একাকিত্বের রঙিন ছবি
দূরের নিঝুম বন।

কোথায় গেলো সুখের পাখি
পাই না আমি দেখা
আয়নায় মুখ রেখে খুঁজি-
নিজের ভাগ্যেরেখা।

তোমরা থাকো সুখনগরে
কী আনন্দ মেলায়
আমার জীবন একলা কাটে
সবার অবহেলায়।