কইতে পারি না,
সইতে হয়-
না না কিছিমের জ্বালা
বইতে পারি না,
হইতে হয়-
অনলে পুড়িয়া কালা
কি আর বলি-
বলতে হয়
রয়েছি ভীষণ ভালা।।
বাইতে পারি না,
যাইতে হয়-
কালের স্রোতে ভেসে
নাইতে পারি না
তাইতে ভয়-
কর্তারা ধরেন ঠেঁসে
কি আর করি-
আটকা পড়েছি
আমি স্বাধীন দেশে।