আসুন কথায় ভদ্র হই
শালিনতার মধ্যে রই
সম্মানিত ব্যক্তি যিনি-
সম্মান দিয়ে কথা কই।
ভদ্র হতে খরচা নাই
এই কথাটা মানুন ভাই
একটু না হয় চেষ্টা করুন
দেখুন পারেন কিনা ঐ।
কথায় ভালো কথায় মন্দ
কথায় ছড়ায় পচা গন্ধ
মুখের কথায় পচে কেন
দগদগে ঘা অংগে বই?
ফসকালে মুখ কথা গড়ায়
এক নিমিষে ভূবন ছড়ায়
রক্তে কেনা বাংলা ভাষার
ধারক আমি; মন্দ নই!
আসুন একটু ভদ্র হই;
আসুন একটু ভদ্র হই।।