সেবার হারুন খেয়েছে আসল ঘি
শুনবেন নাকি পরে তার হলো কি
ঘড়িতে তখন সাড়ে বারোটা রাত
ঘুমঘুম চোখে বিছানায় যেই কাত্
অমনি পেটে গুরুম গুরুম ডাক
শুরু হলো যেন- অদম্য বৈশাখ
ঘন্টায় যায় টয়লেটে তেরো বার
ভাবে বাঁচলে আসল ছুঁবো না আর
যখন অভ্যাস কেবলই নকল খেয়ে
বিগড়েছে পেট আসল জিনিস পেয়ে
এখন থেকে সাবধান হওয়া চাই
ছুঁবো না আসল মাগনা যদিও পাই!