আমি যদি ডাইনে চলি
তুমি চলো বায়
এক অন্যের মুখের কথায়-
ফোসকা পড়ে গায়।
হয় না কভূ মতের মিল
এবং দু’টি পথের মিল।
তাইতো দু’জন সংগোপনে-
করি হায় রে হায়!
এমন করে চলবে কত
হিংসা ঘৃনায়... অবিরত
সেই সুযোগে নিজের জিনিস
অন্য জনে খায়।
এসো সকল দ্বন্দ্ব ভুলে
বাঁচি দু’জন ছন্দ তুলে
থাকবো দু’জন মিলেমিশে-
দেখবে সারাগাঁয়।
https://www.facebook.com/photo/?fbid=3371737169623523&set=a.200815450049060