রক্তেভেজা একুশ আমার
বর্ণমালার প্রাণ;
কৃষক-মজুর তাঁতি-জেলে
সবার মুখের গান!

রক্তেভেজা একুশ আমার
মাতৃভাষার সুখ;
বাংলাদেশে জন্ম নেয়া
খোকাখুকুর মুখ!

রক্তেভেজা একুশ আমার
গর্বের উচু শির-
মুখের ভাষা রক্তে কেনে
আর কে আছে বীর?