গরম ছড়িয়ে চরম কিছু ঘটাবেন?
কোন বাবাদের পটাবেন?
নাকি একটু-
আমজনতাকে চটাবেন?
চটিয়ে দেখুন অবস্থা কি দাঁড়ায়?
জানি- লোকজন ভাড়ায়!
ভুখানাঙ্গা দল-
পয়সায় হাত নাড়ায়।
এই নাড়াতে কি সাড়া ফেলবেন?
কাকে দূরে ঠেলবেন?
নাকি কারোর-
ঘুঁটি হয়ে খেলবেন।
মুজিবসেনারা কখনো দেবেনা ছাড়!
আপনি অন্যের তাবেদার!
প্রয়োজনে তারা-
মটকাতে জানে ঘাড়!
---------------------------------
# ২৮ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।